দর্শনায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৯ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩


দর্শনায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
সাঈদ খান বাংলা

দর্শনায় ৫৮ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ কোটি টাকা মৃল্যের ২২ টি স্বর্নের বারসহ দর্শনা মোবারকপাড়ার বাংলাকে আটক করেছে বিজিবি। 


জানা যায়, বুধবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে অভিযান চালায় জীবনগর টু দর্শনা সড়কে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা, এএফডব্লিউসি, পিএসসির নেতৃত্বে অভিযান চালায় দর্শনা রেল ক্রসিং এর পাশে।


এ সময় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল উথুলী এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে। মোটরসাইকেল আরোহী উথলী অতিক্রম করে দর্শনার দিকে রওনা দেয়। 


এ্যাম্বুশ দল পিছু ধাওয়া করে মোটরসাইকেলসহ দর্শনা পৌরসভার মোবারকপাড়ার রাজ্জাক খানের ছেলে সাঈদ খান বাংলাকে (৪৫) আটক করে।


বিজিবি তার মটরসাইকেল তল্লাশি করে ২২ টি স্বর্নের বার উদ্ধার করে। যার আনুমানিক মৃল্য প্রায় ৪ কেটি টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরএক্স/