দুমকিতে আ.লীগের শান্তি সমাবেশ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩১ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে এ শান্তি সমাবেশ শুরু হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনুস আলী মৃধ্যা দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম , কৃষক লীগের আহবায়ক আজহার আলী মৃধ্যা, শ্রমিক শ্রমিক লীগ সভাপতি খন্দকার মোশারফ হোসেন, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ ফজলুল হক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ।
দেশের বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে বক্তারা জানান।