ধামরাইয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩
ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্ট্যান্ডে মানিকগঞ্জগামী মিল্কভিটার দুধবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল মোল্লা (৩৫) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর নারান্দিয়া গ্রামের আবু সাঈদের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।