বাউফলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


বাউফলে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত স্কুল শিক্ষার্থী

পটুয়াখালীর বাউফলে মীম আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে করা হয়েছে।


রবিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার মদনপুরা ইউনিয়নের পশ্চিম মদনপুরা গ্রামের দেওয়ান বাড়িতে ওই ঘটনা ঘটে। 


ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে  বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


মৃত মীম আক্তার শহিদুল দেওয়ানের মেয়ে এবং সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। 


জানা গেছে, মীম ও তার মা বাসায় থাকতেন, সকালে ঘুম থেকে উঠে মাকে বলছিলেন তার (মীমের) কিছু ভালো লাগেনা এবং চোখে ঝাপসা দেখছিলো। পরে সকাল সাড়ে নয়টার দিকে বিকাশে উঠানোর জন্য বাজারে যান মীমের মা। বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন, ঘরের ভিতর থেকে কোন সারাসদ্ধ না পেয়ে ভিন্ন উপায়ে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে  ডাক চিৎকার করেন মা। পরে বাড়ীর লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।


এলাকাবাসী জানান, মীম খুব শান্ত স্বভাবের মেয়ে ছিলো। তার সাথে কারো ঝগড়া বিবাদ ছিলো না। কেনো সে আত্মহত্যার সিদ্ধান্ত নিলো, বিষয়টা কেউ বুঝতে পারছে না।


বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, এটি একটি অপমৃত্যুর ঘটনা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরএক্স/