ডাকাতি মামলায় ছাত্রলীগ নেতা আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৪ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


ডাকাতি মামলায় ছাত্রলীগ নেতা আটক
ঢাকা আলিয়া ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আজিজুল হক

রাজধানীর চকবাজার এলাকায় ডাকাতির অভিযোগে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ নেতা আজিজুল হক জোবায়েরকে আটক করছে পুলিশ।


রবিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে বকশিবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় ঢাকা আলিয়া ছাত্রলীগের কর্মী রেজাকে আটক করেছে পুলিশ। এ সময় ঢাকা আলিয়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদকেও আটক করা হয়। পরবর্তীতে ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।


স্থানীয় ব্যবসারীয়া জানায়, ছাত্রলীগ কর্মী রেজা ও তার বন্ধুরা রাজধানীর চকবাজারের উর্দু রোডের দোকানে ডাকাতি করে বেশ কিছু মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ীরা তাদের ধাওয়া দিয়ে আটক করে সোপর্দ করে। পুলিশ রেজাকে জিজ্ঞাসাবাদ করলেই এই ঘটনার মূল হোতা ঢাকা আলিয়া ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জুবায়েরের নাম উঠে আসে। পরবর্তীতে রাতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আজিজুল হককে আটক করে। 


এ ঘটনায় চকবাজার থানা পুলিশ জানায়, ডাকাতির মামলা হওয়ায় পুলিশ এদের আটক করেছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আসামি রয়েছে। তাদের ধরায় অভিযান চলছে। 


পুলিশ আরও জানায়, ছাত্রলীগ নেতা আজিজুল হক জুবায়েরের নামে চাঁদাবাজি খুন মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে ঢাকা আলিয়া ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী। 


এদিকে গতকাল রাত ২ টায় হল প্রশাসনের উপস্থিতিতে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী হল ও শহীদ ইবরাহীম হলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বহিরাগত, মাদক, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণের টাকা উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে।