পিছিয়ে গেল রাকসু নির্বাচন, নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১১ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৩ দিন পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ব্যানার সরিয়ে নিল প্রশাসন
তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। বিশেষ করে ডোপ টেস্টে প্রত্যাশার তুলনায় বেশি সময় লাগছে। এছাড়া ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা হবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। দাখিলের সময়সীমা ১-৪ ও ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে এবং সেদিনই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি
এদিকে, নতুন সময়সূচির প্রতিবাদে শাখা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ করেছে। দুপুর ১টা ৫০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মিছিল করে। সংগঠনটির দাবি, নির্বাচন পেছানো মূলত নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুরি হওয়া ফোনে ছাত্রদল নেতার ফেসবুকে অস্বাভাবিক পোস্ট

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ব্যানার সরিয়ে নিল প্রশাসন

বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
