ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ব্যানার সরিয়ে নিল প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় বিভিন্ন প্যানেলের ব্যানার অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরে টাস্কফোর্স সদস্যরা ক্যাম্পাস ঘুরে এসব ব্যানার নামিয়ে ভ্যানে তুলে নেন।
গত ২৬ আগস্ট সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণার অনুমতি পায় বিভিন্ন প্যানেল। এরপর টিএসসি, সামাজিক বিজ্ঞান চত্বর, চারুকলা, হলপাড়া ও কার্জন হল এলাকায় ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, স্বতন্ত্র প্রার্থী জামালুদ্দীন খালিদ, ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ এবং ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’র ব্যানার ঝুলতে দেখা যায়।
আরও পড়ুন: বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি
তবে আচরণবিধি অনুযায়ী প্রার্থীরা শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করতে পারবেন। ব্যানার, ফেস্টুন, বোর্ড কিংবা পিভিসি/কাপড়ে মুদ্রিত প্রচারসামগ্রী টাঙানো সম্পূর্ণ নিষিদ্ধ।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেও একই নির্দেশনা দেওয়া হয়। সেই অনুযায়ী ব্যানার অপসারণে নামেন প্রশাসনের টাস্কফোর্স।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “আমাদের আচরণবিধিতে ব্যানার টাঙানোর অনুমতি নেই। প্রার্থীরা না জেনে ব্যানার টেনেছেন, তাই আমরা সরিয়ে নিচ্ছি। ক্যাম্পাসে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা বোর্ড থাকবে না। শুধু সাদা-কালো হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা যাবে। এরপরও কেউ নিয়ম ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।”
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুরি হওয়া ফোনে ছাত্রদল নেতার ফেসবুকে অস্বাভাবিক পোস্ট

পিছিয়ে গেল রাকসু নির্বাচন, নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ

বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
