হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জালাল। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাকে হেফাজতে নিয়ে মামলা করা হয়। পরে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: বিএনপি ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনায় থানায় ইসির জিডি
আহত রবিউল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করে বলেন, ঘুমের মধ্যে জালাল শব্দ করতে থাকে। প্রতিবাদ করলে তাকে বহিরাগত বলে গালি দেয় এবং ছুরিকাঘাত করে।
এ ঘটনায় হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন। তার ছাত্রত্ব বাতিলের প্রক্রিয়াও চলছে।
আরও পড়ুন: দাবি আদায়ে এবার ‘লংমার্চ টু ঢাকা’ ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, এ ঘটনার প্রভাব ডাকসু নির্বাচনে পড়বে না। তবে জালালের বিরুদ্ধে আগের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে।
এদিকে অনেক শিক্ষার্থী হল প্রভোস্টের পদত্যাগের দাবি জানায়। প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যদি আনুষ্ঠানিকভাবে উপাচার্যের কাছে দাবি তোলে, তা হলে ব্যবস্থা নেওয়া হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চুরি হওয়া ফোনে ছাত্রদল নেতার ফেসবুকে অস্বাভাবিক পোস্ট

পিছিয়ে গেল রাকসু নির্বাচন, নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ব্যানার সরিয়ে নিল প্রশাসন

বিশেষ সিন্ডিকেটে জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি
