ভোলায় বাবু হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


ভোলায় বাবু হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
মানববন্ধন

ভোলায় তারেক মাহামুদ বাবু হত্যাকারী পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।


এসময় বক্তরা বলেন, গত ২৭ মার্চ রাত ৯টার দিকে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার সংলগ্ন এলাকায় পথরোধ করে তারেক মাহামুদ বাবুকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে হত্যাকারীরা। পরে বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয় বাবু’র। ঘটনার পরে পুলিশ ৪ জনকে গ্রেফতার করলেও এখনও গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামী নাছির ফকির, ২নম্বর আসামী রোজাওন ওরফে সিফাত, ৩নম্বর আসামী কালাম শিকদারসহ অন্যান্য আসামীরা। 


ওই আসামীরা বর্তমানে মামলা তুলে নিতে নিহতের পরিবার ও মামলার বাদী নিহতের বোন শিখা বেগম হুমকী দিয়ে আসলে। তাই নিহতের পরিবারের নিরাপত্তা ও আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে।


এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বোন ও মামলার বাদী শিখা বেগম, নিহতের ছোট ভাই মো. মঞ্জিল, রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল ও এলাকাবাসী আবু তাহের প্রমূখ।


আরএক্স/