পঞ্চগড়ে কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে মানবন্ধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩


পঞ্চগড়ে কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে মানবন্ধন
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় উপজেলার কলেজ ছাত্র আরিফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে নিহত আরিফুলের বাবা জসিম উদ্দীন, তার বড় ভাই আমিনুর রহমান, নিহত আরিফুলের সহপাঠীরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ এপ্রিল সন্ধ্যার পরে কলেজ ছাত্র আরিফুল বাড়ি থেকে বের হয়ে তারাবি নামাজ পড়তে যায়। পরে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। ৭ এপ্রিল বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হত্যাকান্ডের ৭ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় নিহতের স্বজন ও বন্ধুবান্ধবেরা ক্ষোভ প্রকাশ করেন। হত্যাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন বলে দাবি করেন নিহতের স্বজনদের।