মহম্মদপুরে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

৩২টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১৯২ ছাত্র-ছাত্রী মাঝে এই ট্যাব বিতরণ করা হয়
বিজ্ঞাপন
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগনণা ২০২২ প্রকল্প থেকে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ৩২টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ১৯২ ছাত্র-ছাত্রী মাঝে এই ট্যাব বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য এবং পরে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিজ্ঞাপন
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, মাগুরা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার লিপি, উপজেলা আওয়ামলীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বরকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ্ আল মামুন।








