তীব্র গরমে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩


তীব্র গরমে অতিষ্ঠ দক্ষিণাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ
তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন

চৈত্র শেষ আজ পহেলা বৈশাখ তীব্র তাপদাহে পুড়ছে জনজীবন। সারা দেশের মতো বরগুনায় টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। 


শুক্রবার (১৪ এপ্রিল) বেলা ২টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত চার দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ।


তীব্র তাপদহের সাথে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে শহর থেকে গ্রামীন জনজীবন। আবহাওয়ার এ বৈরি রূপে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঈদের বাজারেও পড়েছে এর বিরূপ প্রভাব। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।


বিপাকে উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা তপ্ত রোদে গাছের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজী চাষিরা। হাসপাতাগুলোতে বেড়েছে ডায়রিয়াসহ তাপদহজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।


ভ্যান চালক চানু আকন বলেন,সামনে ঈদ আসছে এখন যাত্রীর চাপ বেশি  অথচ গরমে অল্পতেই হাপিয়ে উঠছি। প্রচন্ড রকম ঘেমে ক্লান্ত হয়ে পড়ছি।


বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কৃষক মুনসুর আলী আকন বলেন , সপ্তাহ জুড়ে অসমের বৃষ্টির পর হঠাৎ করেই রোদের তীব্র তাপে গাছ ঝিমিয়ে পড়ছে। এ অবস্থা দীর্ঘ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষি। বিশেষ করে তরমুজ, বাঙ্গি এবং মৌসুমী সবজির ক্ষতি হবে বেশি।


আরএক্স/