মিরপুরে আবাসিক ভবনে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


মিরপুরে আবাসিক ভবনে আগুন
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 


রবিবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এই অগিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ। 


তিনি গণমাধ্যমকে জানান, রবিবার দুপুরে মিরপুরের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারিনি।