বিএসএমএমইউতে বিশ্ব কন্ঠ দিবসে র্যালি ও সেমিনার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৬ এএম, ১৭ই এপ্রিল ২০২৩

নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কন্ঠ দিবস ২০২৩ উপলক্ষে র্যালি সেমিনার অনুষ্ঠিত।
রবিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি র্যালি বের হয়ে সি ব্লকের সামনে গিয়ে শেষ হয়। পরে সি ব্লকের অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের ক্লাস রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
র্যালি ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ল্যারিংগোলজি এন্ড ভয়েস এসোসিয়েশনের অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শ্রবণের মাধ্যমে কন্ঠ ধ্বনি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সহজেই অনুধাবন করতে পারি। জাতির জনকের ৭ই মার্চের ভাষণ শুনেই বাঙালি জাতি মহান স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কন্ঠের সব ধরণের সমস্যা ও রোগের চিকিৎসাসেবা রয়েছে। কন্ঠ রোগের চিকিৎসাসেবা কার্যক্রম আরো সম্প্রসারণ ও জোরদার করতে শীঘ্রই ভয়েস সেন্টার চালু করা হবে।
অনুষ্ঠানে সোসাইটি অব অটোল্যারিংগোলজি হেড নেক সার্জনস অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, সোসাইটি অব অটোল্যারিংগোলজি হেড নেক সার্জনস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. এইচএম জহিরুল হক সাচ্চু প্রমুখসহ বিভাগের শিক্ষক, চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।