৫০ ব্যবসায়ী পেলেন জেলা প্রশাসনের অনুদান
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে অর্থ সহায়তা দেওয়া হবে: জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যাবসায়ীর মাঝে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসন।
রবিবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীর হাতে সহায়তা ২০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা তুলে দেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবাজার অগ্নিকাণ্ড দুর্ঘটনার শুরু থেকে জেলা প্রশাসন ঢাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্ভোগ লাগবে কাজ করছে, ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আছে, সামনে আরো সহায়তা করা হবে।
তিনি বলেন, পর্যায়ক্রমে সকল ব্যবসায়ীদের আমরা ক্ষতিপূরণ দিব। আমরা একটি বই তৈরি করেছি সেখানে কতজন ব্যাসায়ীকে কতটুকু সহায়তা দেওয়া হয়েছে সে তথ্য যোগ করা হবে। সেখানে আপনাদের প্রয়োজনীয় সব তথ্য থাকবে। আমরা তালিকা ধরে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের সহায়তা করব। আমরা চেষ্টা করছি ঈদের আগেই যেনও আপনাদের হাতে অনুদান পৌঁছে দিতে পারি।
এ সময় বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, আমার পরিবারের ৫ জন সদস্য একটি ছেলে ও একটি মেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ভাড়া বাসাতে থাকি। দোকানের সবকিছু পড়ে যাওয়াতে এখন পথে বসে গেছি। এখন কি কবো বুঝতে পারছি না। দেশের বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। আজ প্রথম জেলা প্রশাসকের কাছে থেকে ২০ হাজার টাকা পেয়েছি। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী পেয়েছিলাম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহাদৎ হোসেন শিমুল বলেন, মার্কেটে আমার দুইটি দোকান ছিলো। প্রায় ৮০-৯০ লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়েছে। ধার-দেনা করে ঈদের আগে মাল তুলেছিলাম। এখন সব শেষ। নতুন করে ঈদের পরে শুরু করার চেষ্টা করব। রাস্তা থেকে আবার দোকানে উঠতে পারি কি না দেখব। আগুন লাগার দিন থেকে জেলা প্রশাসন আমাদেরকে সহায়তা করেছে। আজকে ২০ হাজার টাকা পেলাম জেলা প্রশাসকের হাত থেকে। ক্ষুদ্র হলেও এ সময় এটাই অনেক। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন। সভাপতিত্ব করেন আব্দুল খালেক, চেয়ারম্যান এ খালেক ফাউন্ডেশন।