ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের দেওয়া হলো নির্দেশনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৭ এএম, ১৭ই এপ্রিল ২০২৩


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ কর্মকর্তাদের দেওয়া হলো নির্দেশনা
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।


অ্যাডিশনাল আইজিপি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়।


সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন। 


সভায় সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেয়া হয় বলে জানিয়েছে সূত্র।


কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে কোন ধরনের গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।


সভায় ফেব্রুয়ারি ও মার্চ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলার তথ্য উপস্থাপন করা হয়।