ঈদ উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মুখে হাসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


ঈদ উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মুখে হাসি
ঢাকার ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ। ছবি: জনবাণী

উপজেলা প্রশাসনের দেওয়া ঈদ উপহার পেয়ে মহা খুশি ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৫৭টি পরিবার। উপহার পেয়ে হাসির ঝলকে আলো ছড়িয়েছে আশ্রয়রণ প্রকল্পে।


রবিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব উপহার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ হাই জকী। উপহার সামগ্রীর প্যাকেটে ছিল পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, চিনি, তেল ও কিসমিস।


ঈদ উপহার পাওয়া এক নারী বলেন, অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই। চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইউএনও স্যারের দেওয়া উপহার পেলাম। এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব।


উপহার সামগ্রী বিতরণে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা দ্বীপংকর চন্দ্র উপস্থিত ছিলেন।