ট্রেনের ঈদ যাত্রা শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩
কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী মকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে ট্রেনের ঈদ যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) নির্ধারিত সময় সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।
ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো কাছাকাছি সময়ে ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে।
এখন পর্যন্ত ছেড়ে যাওয়া অপর অন্তঃনগর ট্রেনগুলো হলো- পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস।