বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩
প্রচণ্ড গরমের মধ্যে অবশেষে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এদিন ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মোংলায় ৪১.৪, খুলনা ও ফরিদপুরে ৪১.৩, ঢাকায় ৪০.৬, রাজশাহীতে ৪০.৫, সাতক্ষীরা ও কুমারখালীতে ৪০.৪, গোপালগঞ্জে ৪০.২, ঈশ্বরদীতে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।দেশের তিনটি বিভাগে বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দেশের ১৭টি জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তবে আগামী তিন দিনর পর দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।