আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলবে কবে জানাল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছেন, আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট শুরু হবে আগামী জুলাই মাসে। লক্ষ্য অনুযায়ী এ রুটের সংশ্লিষ্ট কাজ চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এমএএন ছিদ্দিক বলেন, প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। এরপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। এরপর মেট্রোরেল পরিপূর্ণভাবে চালানো হবে।
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ। এমআরটি লাইন-৬ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।