বিএডিসি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৬ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
সংস্থায় যোগদানের পর থেকেই এনডিসি বিএডিসি’র মাধ্যমে গৃহীত বিভিন্ন উইং এর কার্যক্রমে গতিশীলতা আনয়নে কার্যক্রম পরিদর্শন অব্যাহত রেখেছেন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ।
এরই ধারাবাহিকতায় গেল শনিবার (১৫ এপ্রিল) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তিনি।
একইসঙ্গে চলতি অর্থ বছরে প্রকল্পের আওতায় বাস্তবায়িত পাঁচটি উল্লেখ্য কার্যক্রম ভূ-গর্ভস্থ ড্রেনেজ পাইপ লাইন নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, পদুয়া ফসল রক্ষা বাঁধ, মহিচাইল (মাধাইয়া) খাল ও মুরচানী খাল পুণঃখনন এবং চৌদ্দগ্রাম ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন।
পরবর্তীতে চান্দিনা, দাউদকান্দি এং জাঙ্গালিয়া সার গুদাম পরিদর্শন করেন। সমুদয় কার্যক্রম পরিদর্শন শেষে বিএডিসি’র চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের কর্ম কৌশল অনুযায়ী সততা ও স্বচ্ছতার সঙ্গে দ্বায়িত্ব পালনের দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট উইংইয়ের সদস্য পরিচালক, প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।