নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
প্রতীকী ছবি

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।


সোমবার (১৭ এপ্রিল) ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি বলেন, অধিদপ্তরের পরিচালক ও অর্থ মো. ওয়াহিদুল ইসলামকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা কোষ) বাবুল চক্রবর্তী, পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, সংশ্লিষ্ট এলাকার ওয়ারহাউজ পরিদর্শক গোলাম মোস্তফাকে।


পাশাপাশি জোন-১ এর উপসহকারী পরিচালক ফয়সালুর রহমানকে এই তদন্ত কমিটির সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।


এর আগে নিউ সুপার মার্কেটের আগুন লাগার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।