বিলম্বেই চলছে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
ঈদযাত্রার প্রথমদিন ‘ধূমকেতু এক্সপ্রেস’ ছেড়েছিল ২০ মিনিট দেরিতে। আজ দ্বিতীয় দিনে এই সময় দ্বিগুণ হয়েছে। প্রায় ৪০ মিনিটের বেশি দেরিতে ছেড়েছে ট্রেনটি।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি সোমবার ৬টা ২০ মিনিটে ছেড়ে গেলেও আজ ছেড়েছে ৬টা ৪০ মিনিটে। এই ট্রেনটি রাজশাহীতে পৌঁছানোর স্বাভাবিক সময় ১১টা ৪০ মিনিটে হলেও এক ঘণ্টা ২৩ মিনিট দেরি করে বেলা ১টা ৩ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে কমলাপুর রেল স্টেশন ঘুরে এই চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি এক ঘণ্টা ৫৫ মিনিট দেরি করে কমলাপুর ছাড়ে সকাল ৯টা ৪০ মিনিটে।
অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে
এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।