মার্কেটেগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: ডিবিপ্রধান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩


মার্কেটেগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: ডিবিপ্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ- ফাইল ছবি

একের পর এক আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন ডিবি পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।


মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।


ডিবিপ্রধান বলেন, আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সম্প্রতি বড় দুটি আগুন লাগার ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এ আগুন লাগার ঘটনা নাশকতা হতে পারে। এ জন্য রাজধানীর প্রায় প্রতিটি মার্কেটে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।