গাবতলীতে বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩০ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
রাজধানীর গাবতলীতে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. মাসুদ মিয়া নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথচারী মো. ইসমাইল জানান, মাসুদ রিকশা চালিয়ে গাবতলী মোড় এলাকায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তার রিকশাকে ধাক্কা দেয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে মরদেহ।