ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৮ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩


ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

টানা ১৪ দিন দাবদাহের পর দেশে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়। এতে স্বস্তি ফিরেছে ওই এলাকায়। তবে তামপাত্রা না কমায় কমেনি গরম।


সারা দেশে ৪ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ মঙ্গলবারসহ দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দু-একটি জায়গায় বৃষ্টিরও আভাস দিচ্ছে তারা।


এদিকে ঈদের দিন এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ২৩ ও ২৪ এপ্রিল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদ পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 


তবে বর্তমান তাপমাত্রার প্রভাব ঈদের সময়েও থাকবে। তবে ঈদের সময় তাপমাত্রা এত বেশি থাকবে না, অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন তিনি।