লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৯ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩


লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা
ফাইল ছবি

ঈদে ঢাকা থেকে বিপুল সংখ্যক যাত্রী ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।


মঙ্গলবার (১৮ এপ্র্রিল) সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌ-পুলিশ ফাঁড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশের বিশেষ প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।


তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, তারা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না। আগে যা ভাড়া নেওয়া হয়েছে তাই নেওয়া হবে ঈদেও।


সতর্ক করে তিনি বলেন, ঈদে লঞ্চ পথে যাত্রীরা যাতায়াত করলে অতিরিক্ত ভাড়া দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেন তাহলে আপনারা আমাদের অভিযোগ করবেন। আমরা প্রত্যেকটি লঞ্চঘাটে লিফলেট বিতরণ করার চেষ্টা করছি।


ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ঈদের সময় অতিরিক্ত যাত্রী যাতায়াত করেন। লঞ্চ মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করেন এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করেন।


ঈদের সময় অতিরিক্ত যাত্রী হওয়ায় অপরাধ বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, আমরা ঈদের সময়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ার প্রবণতা মাথায় নিয়ে যাত্রীদের ঈদযাত্রা সুন্দর ও সহজ করতে সব সময় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। যাতে কেউ কোনো অপরাধ করতে না পারে।