বুধবার থেকে সড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৬ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩


বুধবার থেকে সড়কে মালবাহী ট্রাক চলাচল বন্ধ
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চলাচলের সুবিধার্থে মহাসড়কে আগামীকাল ১৯ এপ্রিল থেকে ঈদের দিন পর্যন্ত ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।


মঙ্গলবার (১৮ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটিএ।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানীপণ্যবাহী যানবাহন, ওষুধ, সার, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। 


টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকা ভাংতি রাখতে হবে এবং ঈদের পূর্বের সাতদিন থেকে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।