সড়কে পর্যাপ্ত বাস থাকলেও যাত্রীর চাপ নেই চন্দ্রায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
গাজীপুরের আশেপাশের এলাকার শিল্পকারখানায় কর্মরত শ্রমিকরা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন।
কিন্তু গাজীপুরে এখনও অধিকাংশ শিল্পকারখানা ছুটি না হওয়ায় ঈদযাত্রায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না যানবাহনগুলো। এতে অনেক বাস নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারছে না বলে জানা গেছে।
বুধবার (১৯ এপ্রিল) ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ঈদে ঘরে ফেরা মানুষদের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে।
উত্তরবঙ্গগামী আলিফ পরিবহনের চালক মামুন মিয়া জানান, ভোরে বগুড়ার উদ্দেশ্যে যেতে বাস নিয়ে চন্দ্রা আসেন। কিন্তু যাত্রী সংকটে সকাল ১০টায়ও তিনি ছেড়ে যেতে পারেননি। পুরো বাসে যাত্রী না হলে তিনি ক্ষতির সম্মুখীন হবে বলে জানান।
এদিকে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি দূর করে ঘরে ফেরা নিশ্চিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন জেলা ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) নাজমুস সাকিব খান বলেন, গাজীপুর জেলার ট্র্যাফিক বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-কালিয়াকৈর এরিয়া, আরেকটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানা ও শ্রীপুর থানা এরিয়া, অন্যটি কালিগঞ্জ-কাপাসিয়া থানা এরিয়া। চন্দ্রা এলাকায় যান চলাচল স্বাভাবিক ও ঈদযাত্রায় ভোগান্তি দূর করতে দুই শিফটে ২৪০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।