ধীরে ধীরে যাত্রী চাপ বাড়ছে কমলাপুরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। সকাল থেকে বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে।
বুধবার (১৯ এপ্রিল) কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সেহেরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন।
কিশোরগঞ্জগামী কাদের নামের এক যাত্রী জানান, যানজটের কারণে ট্রেন যেন মিস না হয়, তাই সেহরি খেয়েই ছেলে-মেয়ে নিয়ে স্টেশনে চলে এসেছি।
রাজশাহীর এক যাত্রী বলেন, ছুটি শুরু হওয়ায় আজকে মানুষের ভিড় বেশি। তারমধ্যে ট্রেনে কোনো সিট নেই। ফলে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে যেতে হবে।
কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে।