রাজধানীর রাস্তায় ঈদের আমেজ শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫২ অপরাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩


রাজধানীর রাস্তায় ঈদের আমেজ শুরু
রাজধানীর বিজয় স্মরণী থেকে তোলা। ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের ২৭তম দিন আজ (বুধবার)। ঈদের আরও ৩ দিন বাকি থাকলেও ইতমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। সড়কগুলোতে আগের মতো চিরচেনা যানজট নেই। সিগন্যালেও নেই ট্রাফিক পুলিশ।


এদিকে রাজধানীর প্রবেশমুখ গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও সদরঘাটে মানুষ ও গাড়ির চাপ কিছুটা বেশি।


দায়িত্বরত ট্রাফিক পুলিশরা বলছেন, বিকেলে যানজট কিছুটা বাড়তে পারে। মানুষ শপিং করতে বের হবে। যারা উত্তরবঙ্গ হয়ে উত্তরাঞ্চল, সদরঘাট হয়ে দক্ষিণাঞ্চলে যাবেন তারা বিকেলে বের হবেন। সেই সময় রাস্তায় চাপ বাড়লেও জ্যাম হওয়ার শঙ্কা নেই।


কারওয়ান বাজারে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আজিজুল ইসলাম বলেন, এ মোড়ে সাধারণত ৭ জন সদস্য দুইজন সার্জেন্টের দায়িত্ব থাকলেও আজ দুইজন আছি, তাও বসে আছি। রাস্তায় গাড়ির চাপ নেই বললেই চলে। বিকেলে গাড়ির চাপ বাড়লেও আগের দিনের মতো জ্যাম হবে না।


এদিকে রাজধানী থেকে বের হওয়ার প্রধান টার্মিনাল, সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, যাত্রাবাড়ী, গুলিস্তানের রাস্তায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়ছে। বিকেলে এ চাপ আরো বাড়তে পারে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।