আড়াই ঘণ্টায় ৩ হাজার পার

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩


পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। 


বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতু মোটরসাইকেল চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।


এদিন সকাল থেকেই পদ্মা উত্তর থানা থেকে মাওয়া টোল প্লাজা পর্যন্ত মোটরসাইকেল চালকদের ভিড় দেখা যায়। 


জানা গেছে, পদ্মা সেতু দিয়ে পারাপার হতে অনেকে বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টা থেকে অপেক্ষা করছিলেন। আবার অনেকে সেহরি খেয়ে রওনা দেন।


এদিকে প্রতি মিনিটে ৪টি মোটরসাইকেল পারাপারের লক্ষ্যমাত্রা থাকলেও গড়ে ৮ থেকে ১০টি মোটরসাইকেল টোল প্লাজা পার হতে পারছে। সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে।


পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, সর্বশেষ আড়াই ঘণ্টায় প্রায় তিন হাজার মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজা অতিক্রম করে। এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীরা নিয়ম মেনে পারাপার হচ্ছে।


এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, ২০ এপ্রিল সকাল ৬টা থেকে শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।