স্বস্তিতে বাড়ি ফিরছেন রেলের যাত্রীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩
আগের মতো সেই চিরচেনা ভিড় নেই কমলাপুর রেল স্টেশনে। ঈদ যাত্রায় এবার মোটমুটি স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন মানুষজন। অনলাইনে শতভাগ টিকিট বিক্রি ও ঈদে বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে এসেছে এই পরিবর্তন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে।
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩৫ মিনিট দেরিতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করে।
সোনার বাংলা ট্রেনটি প্রায় ৩ ঘণ্টা লেট করেছে। সকাল ৭ টায় চলার কথা থাকলেও সকাল ১০ টার সময় ট্রেনটি ছেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
এছাড়া রংপুর এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। অন্য ট্রেনগুলো ছেড়েছে ৫-১০ মিনিট দেরিতে।
ট্রেনের স্টাফরা জানান, জীবনে বহু ঈদ দেখেছি। ঈদের আগের দিনগুলোতে আসা যাত্রীদের জায়গা দিতে পারতাম না। এবারে ঈদে সেই চিত্র নেই। যাত্রী স্বাভাবিক সময়ের মতো।