দুমকিতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৯ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩
পটুয়াখালীর দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্দ্যাগে অসহায় সাত শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় এবং বৃহস্পতি বার সকাল ১০ ঘটিকায় উপজেলার নতুন বাজার এবং জলিশা নিজ বাসভবনে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় ৭ শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণের রয়েছে তিনি।
প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, সেমাই, দুধ চিনি ইত্যাদি।এ সময় উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সরদার,উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।
উপহার পেয়ে খুশি হয়ে মোছা. আমিনা জানান, তিনি আমাদের প্রতি বছর ঈদ উপহার বিতরণ করেন,আমাদের সুখ দুঃখে পাশে থাকেন, এবং নগদ টাকা দিয়েও সহায়তা করেন তিনি,এতে আমরা অনেক খুশি।
মাজেদা বেগম বলেন, তিনি সব সময় অসহায় মানুষের সহায়তা করেন।