এতিম শিশুদের ইচ্ছেপূরণে ঢাকা জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৭ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩


এতিম শিশুদের ইচ্ছেপূরণে ঢাকা জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: জনবাণী

ঢাকা মহানগরীর সরকারী শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্যোগটির নাম দেওয়া হয়েছে ‘ইচ্ছেপূরণের ঈদ।’ 


এতিম শিশুদের মধ্য থেকে ১২৬ জন শিশুর ঈদ রাঙাতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পরিকল্পনায় আয়োজন করা হয়েছে ‘ইচ্ছেপূরণের ঈদ।’


এই ঈদে তাদের আর অন্য কারও পছন্দ করা পোশাক পরতে হবে না, বরং তারা নিজেরাই  পেয়েছেন ইচ্ছেপূরণের স্বাধীনতা। রাজধানীর প্রিন্স প্লাজা শপিং সেন্টারে শিশুরা নিজেদের পছন্দে তাদের পোশাক ক্রয় করেছেন।


যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এনজিও আল খায়ের ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং ঢাকা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ইচ্ছেপূরণের ঈদে সরকারি শিশু পরিবারের ১২৬ জন শিশুদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১৫০০ টাকার পোশাক। 


জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সকলের সম্মিলিত আনন্দ আর উৎসব পূর্ণতা পায়। পারিবারহীন সুবিধাবঞ্চিত এসব শিশুদের সবচেয়ে বড় পরিচয় তারা সরকারি শিশু পরিবারের সদস্য। তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা আগামীদিনেও ঢাকা জেলা প্রশাসন অব্যাহত রাখবে।