ঈদের দিনেও রাজধানী ছাড়ছে মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৫ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩


ঈদের দিনেও রাজধানী ছাড়ছে মানুষ
ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।


শনিবার (২২ এপ্রিল) ঈদের দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কায় কিংবা কাজের ব্যস্ততার জন্য যারা আগে ঢাকা ছাড়তে পারেননি, তারা আজ বাড়ি যাচ্ছেন।


রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের নামাজের পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ এলাকায় যাচ্ছেন।


অনেকেই রাজধানীতে চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত ব্যবসা বা বিভিন্ন কাজ করেন। হোটেলের কর্মচারী, রিকশা-ভ্যান-পিকআপের চালক, ফুটপাতের ব্যবসায়ীদের অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন। 


ঈদের দিনের যাত্রা সম্পর্কে ইলিশ পরিবহনের সুপারভাইজার নুর হোসেন বলেন, ঈদের দিনে অনেকেই বাড়িতে যান। সে কথা মাথায় রেখে প্রতি বছরই আমরা ঈদের দিনে পরিবহনের ব্যবস্থা রাখি। আমাদেরও পরিবার আছে তাদেরও নতুন  জামা কাপড় কিনে দিতে হয়। যাত্রীদের কাছ থেকে এজন্য ঈদ বোনাস নেই।