বনানীতে স্বজনদের কবর জিয়ারত করেছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩
বনানী কবরস্থানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণবভন থেকে বনানী যান তারা। সেখানে পৌঁছানোর পর তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দু'বোন। পরে তারা দোয়া ও মোনাজাত করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকসহ পরিবারের ১৮ সদস্যকে হত্যা করে ঘাতকরা।
এদের মধ্যে বঙ্গবন্ধু ছাড়া বাকি সবার কবর বনানী কবরস্থানে। বঙ্গবন্ধুকে সমাহিত করা হয় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। তখন বিদেশে থাকায় প্রাণ বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।