ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৯ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩


ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি কাটানোর পর রেলপথে সড়কপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। সরেজমিনে স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, প্লাটফর্মে ট্রেন থেকে নামছেন শত শত মানুষ। কর্মব্যস্ত শহরে কর্মের তাগিদে তাদের আবার ফিরে আসা।


সোমবার (২৪ এপ্রিল) ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।


যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মস্থলে যোগ দিতে পরিবারের অন্যান্য সদস্যদের রেখে আপাতত একাই এসেছেন অনেকে। এছাড়া অনেকে আবার পুরো পরিবারসহ এসেছেন। 


স্টেশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ছয়টি লোকাল ও ১৪টি আন্তঃনগর ট্রেন ঢাকায় এসেছে।


ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, আজ সব ট্রেন ঠিক সময়ে এসেছে ও ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত (১২টা) দেশের বিভিন্ন গন্তব্য থেকে ছয়টি লোকাল ও ১৪টি আন্তঃনগর ট্রেন ঢাকায় এসেছে পৌঁছেছে। সারাদিনে ৫২টি ট্রেন ঢাকা স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।