নতুন ঠিকানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫৭ এএম, ২৫শে এপ্রিল ২০২৩

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন ছেড়ে নতুন ঠিকানা রাজধানীর নিকুঞ্জের ‘রাষ্ট্রপতি লজে’ উঠেছেন।
সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নিকুঞ্জের নিজ বাসায় পৌঁছান তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
নতুন বাড়িতে উঠে বেলকুনিতে গিয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান মো. আবদুল হামিদ।
এর আগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানায় বঙ্গভবন। বিদায় বেলায় আবদুল হামিদকে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনসিয়াল মাঠে গার্ড অব অনার দেয়।
এ ছাড়া বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হয় স্যালুট গার্ড। এরপর সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।