গ্যাস লিকেজের পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই: তিতাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩


গ্যাস লিকেজের পরিস্থিতি স্বাভাবিক, চুলা জ্বালাতে সমস্যা নেই: তিতাস
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি হারুনুর রশীদ মোল্লাহ। এখন চুলা জ্বালাতে সমস্যা নেই বলে জানান তিনি।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।


তিতাস এমডি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তার সমাধান হয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’


এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাসের গ্যাস লাইনে লিকেজের ঘটনা ঘটে। সোমবার (২৪ এপ্রিল) রাতে গ্যাস লাইনে লিকেজের এ ঘটনা ঘটে।


বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী মগবাজার, ইস্কাটন, গ্রীন রোড, পূর্ব রাজা বাজার, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ, বাড্ডা, মুগদাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়ার ঘটনা ঘটে।