ঈদের চতুর্থ দিনেও ঘরমুখো মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩


ঈদের চতুর্থ দিনেও ঘরমুখো মানুষ
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষ হয়েছে গতকাল। এরই মধ্যে অনেকেই ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। কিন্তু নানা কাজে আটকে থাকায় যারা ঈদে বাড়ি যেতে পারেননি তারা সব কাজ শেষ করে এবার বাড়ি যাচ্ছেন।


বেশির ভাগই যাচ্ছে পরিবার নিয়ে। কেউ কেউ আবার একাই যাচ্ছেন। ঈদের চতুর্থ দিনেও ঘরমুখো এসব মানুষের ভিড় দেখা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে ঈদের চতুর্থ দিনে যাত্রীদের বাড়ি ফেরার এমন চিত্র দেখা গেছে।  


তিতাস কমিউটার ট্রেনের যাত্রী মেহেদি হাসান বলেন, ঈদে ঢাকায় ছিলাম। এখন হাতে সময় সুযোগ আছে তাই পরিবার নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে তাই প্রতিবছর ঈদের পরই আমরা গ্রামের বাড়ি বেড়াতে যাই।  


বাংলাদেশ রেলওয়ে ঢাকার স্টেশন মাস্টার আফছার উদ্দিন জানান, আজও ৫৪ জোড়া ট্রেন চলাচল করছে। এদের মধ্যে দুটি ট্রেন হচ্ছে ঈদ উপলক্ষে স্পেশাল ট্রেন। আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত ঢাকা কমলাপুর স্টেশনে ১৫টি ট্রেন এসেছে এবং ছেড়ে গেছে। যার মধ্যে ৬টি লোকাল ট্রেন এবং ৯টি আন্তঃনগর ট্রেন।