দিনমজুর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৮ এএম, ২৬শে এপ্রিল ২০২৩


দিনমজুর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২
ছবি: জনবাণী

বেড়ায় নৃশংসভাবে দিনমজুর খুনের ঘটনার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বেড়া থানা পুলিশ। এজাহার ভূক্ত আরও ৫ থেকে ৭ জন আসামী পলাতক রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আরিফুল জানিয়েছেন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে অন্যান্য পলাতক আসামীদের নাম ঠিকানা জানা যায়নি।


বেড়া থানার অফিসার ইনচার্জ হাদিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জেলার সাঁথিয়া উপজেলার তলট গ্রাম এলাকা থেকে খুনের প্রধান আসামী আকাশ হালদার (২২ ) কে গ্রেফতার করা হয়। আকাশ বেড়া পৌরসভার ১নং-ওয়ার্ডের বৃশালিখা মহল্লার সূর্য হালদারের ছেলে। অপর আসামী একই মহল্লার মিন্টুর ছেলে মিজান (১৯) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 


তিনি আরও জানান, আসামীদেরকে বেড়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে হাসানকে খুন করার কথা স্বীকার করেছে এবং তাদের বর্ণনানুযায়ী খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র বৃশালিখা গ্রামের আতিকুলের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরদিন তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।