দুমকিতে জমিতে ডাল তোলা নিয়ে সংঘর্ষে আহত ৪

মৌখিকভাবে বিষয়টি অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ করেননি
বিজ্ঞাপন
পটুয়াখালীর দুমকিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিন দুমকি গ্রামে এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
ঘটনা সূত্রে জানা যায়, উভয় পক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলাকালীন সময়ে পটুয়াখালী বিজ্ঞ আদালতের দেওয়ানী মোকদ্দমা নং-১৬৫/২০২২ এর নিষেধাজ্ঞা অমান্য করে বেল্লাল ও আলামিন গং’রা জমিতে মুগডাল তুলতে গেলে বিবাদী পক্ষ জাফর উল্লাহ খান গং’রা বাধা দেওয়ায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মাওলানা হাবিবুর রহমান(৪৭), বেল্লাল হোসেন(৩২), আল-আমিন(২৫) ও রাশিদা(৪৫) নামে ৪ জন আহত হলে তাদেরকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল বাশার বলেন, মৌখিকভাবে বিষয়টি অবহিত হয়েছি। তবে এখন পর্যন্ত কোন পক্ষই লিখিত অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








