প্রধানমন্ত্রীর জাপান সফরের সফর সঙ্গী হলেন বিএসএমএমইউ'র উপাচার্য


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৭ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩


প্রধানমন্ত্রীর জাপান সফরের সফর সঙ্গী হলেন বিএসএমএমইউ'র উপাচার্য
ছবি: বিএসএমএমইউ মিডিয়া সেল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সফর সঙ্গী হয়ে জাপান গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.  মো. শারফুদ্দিন আহমেদ।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল  ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর একটি বিমানে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।


ঢাকা ত্যাগের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তাঁর এই সফরের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন উপাচার্য অধ্যাপক ডা.  মো. শারফুদ্দিন আহমেদ। উপাচার্যের আগামী ২৮ এপ্রিল শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে। তিনি আগামী শনিবার ২৯ এপ্রিল অফিসে যোগদান করবেন বলে ধারণা করা হচ্ছে।    


উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরকারি সফরের প্রথম পর্যায়ে টোকিওর উদ্দেশে  আজ মঙ্গলবার সকাল ৭টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান। এরপর আজ মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এরপর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। টোকিওর বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। জাপান সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর এই প্রাসাদেই অবস্থান করবেন। সফরকালে টোকিওর সঙ্গে আটটি চুক্তি সই হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কৃষি, মেট্রোরেল, ইন্ডাস্ট্রিয়াল আপগ্রেডেশন, শিপ রিসাইক্লিং, কাস্টমস ম্যাটারস, ইন্টেলেকচুয়াল প্রোপার্টি, ডিফেন্স কো-অপারেশন, আইসিটি ও সাইবার সিকিউরিটি কো-অপারেশনসহ বিভিন্ন সেক্টরে আটটি চুক্তি বা সহযোগিতা স্মারক স্বাক্ষর হতে পারে।