পুলিশের ত্যাগের বিনিময়ে মানুষ আরামে ঘুমাতে পারে: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
ডিএমপি টিম হিসেবে কাজ করে। ঈদে খুব অল্প সংখ্যক পুলিশ সদস্য ছুটিতে গেছেন। অধিকাংশই যেতে পারেননি। এটা পুলিশের চাকরির বৈশিষ্ট্য। এইটুকু ত্যাগ আমাদের করতে হবে। ৩৪ হাজার ফোর্সের ত্যাগের বিনিময়ে ঢাকা মহানগরীর ২ কোটি মানুষ আরামে ঘুমাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঈদের ছুটিতে ঢাকা থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ গ্রামের বাড়িতে গেছেন। তাদের বাসা-বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেওয়া ছিল ডিএমপি পুলিশের কাঁধে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই দায়িত্ব সফলভাবে পালন করেছে।
তিনি আরও বলেন, ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যরা রোজা রেখে প্রচণ্ড গরমের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেছেন, এটাই হলো পুলিশের ত্যাগ।
তিনি বলেন, মানবতার চেয়ে বড় ধর্ম পৃথিবীতে নেই। সম্প্রতি ঢাকায় নিউ সুপার মার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা তিন-চারতলা থেকে বড় বড় কাপড়ের বস্তা মাথায় করে নিচে নিয়ে আসে। সারা দেশের মানুষ পুলিশের এই কাজের প্রশংসা করেছে। এরকম সুযোগ বারবার আসে না, এগুলো মনে রাখতে হবে।