পদ্মা সেতুতে বিভিন্ন অভিযোগে ৬৮ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৩ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
পদ্মা সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে গাড়ি চালানো, মোটরসাইকেল লেন অতিক্রম করে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে ১৬ মোটরসাইকেল আরোহী এক ট্রাকচালক ও দুই প্রাইভেটকার চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সমস্ত মামলা ও অর্থ আদায় করে মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জিয়াউল হক জিয়া গণমাধ্যমকে বলেন, সেতুতে সেলফি তোলা, লাইন ক্রস করে সেতুতে এদিক সেদিক ট্রাক ও প্রাইভেটকার চালানো, মোটরসাইকেলের নির্ধারিত লেন ছেড়ে মূল সেতুতে মোটরসাইকেল চালানোর অভিযোগে মোট ১৯টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১টি ট্রাক, ২টি প্রাইভেটকার ও ১৬ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।