হজ কার্যক্রম উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন আগামী ১৯ মে হতে পারে। হজ কার্যক্রম উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে হজ পরিচালকের কাছে হজ ক্যাম্পের প্রস্তুতি সম্পন্ন করতে চিঠি পাঠানো হয়
এতে বলা হয়, আগামী ১৯ মে বা প্রধানমন্ত্রীর সুবিধাজনক তারিখ ও সময়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও হজ কার্যক্রমের উদ্বোধন করতে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে বর্ণিত সময়ের মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণপূর্বক হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা প্রয়োজন।
চিঠিতে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ করে হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।