ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছে কর্মজীবীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩
ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষ হয়েছে গত রবিবার। সোমবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস শুরু হয়েছে।
ছুটি শেষে গত কয়েক দিনের মতো ঈদের পঞ্চম দিনেও রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা।
বুধবার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুরে গিয়ে এ চিত্র দেখা গেছে।
দেখা যায়, বিভিন্ন গন্তব্য থেকে আসছে ট্রেন। ঈদের ছুটি কাটিয়ে ট্রেনগুলোতে ফিরছেন হাজারো মানুষ। ট্রেনগুলো থামার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্ল্যাটপর্ম। দেখে মনে হয় যেন ঢাকায় ফেরার জনস্রোত নেমেছে স্টেশনে।
এদিকে স্টেশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়েই ফিরছে ট্রেনগুলো। ট্রেনে স্বস্তি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা।