টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২২ এএম, ২৭শে এপ্রিল ২০২৩


টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।


বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।


এর আগে সকালে বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হন রাষ্ট্রপতি। যাত্রা পথে কিছুক্ষণ পদ্মা সেতুতে অবস্থানও করেন তিনি। দুপুর বারোটার পর জাতির পিতার সমাধিতে পৌঁছান দেশের ২২ তম রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


পরে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তার পরিবারবর্গ আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।