লেবুখালী ইউপি চেয়ারম্যানের স্বরণসভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩
পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ সদস্য ও লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকনের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এইচএম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্কুল কলেজের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।